আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে দুই অনুষ্ঠান

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৮:০৬:২০ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে গতকাল আলাদা দুটি অনুষ্ঠান হয়েছে। ১ম টি বিকেল ৩ টায় আলমডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের বটিয়াপাড়া মাঠে সরিষা চাষে কৃষক উদ্বুদ্ধকরণ সভা ও ২য় টি একই ইউনিয়য়নের খাদেমপুর মাঠে মাঠদিবস অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে আলমডাঙ্গা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম মালিথা, মুক্তিযোদ্ধা আনছার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরউদ্দিন, খাদেমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিমুল, ইউপি সদস্য আরাফাত হোসেন ও এ এসআই আনোয়ার হোসেন। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভানা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুল ইসলাম।