নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর সদর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন ।
পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের কৃষ্ণ মন্ডলের সদস্য মোবাশ্বের বাবু, যশোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগ সদস্য মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ফিরোজ খান, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শামীম জাকারিয়া ও আওয়ামী লীগ সদস্য আবুল খায়ের, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী টিপু সুলতান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ইমরান শরীফ বিন্তু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম সোহাগ, লেবুতলা ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিশির ঘোষ।