Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় দিলীপ আগরওয়ালার জনসভা

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:০৩:৪৭ এম

জামসিদুল হক মুনি, আলমডাঙ্গা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা একটি জনসভা করেছেন। রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা মঞ্চ থেকে জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনসভাটিতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

জনসভায় বক্তব্যকালে তিনি বলেন, নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন; আর জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তাহলে আগামী দিনে আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলা হবে স্মার্ট বাংলাদেশেদের মডেল। তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত আবারও ঐক্যবদ্ধ হয়েছে। একই সাথে দলের লুটেরা ও সুবিধাভোগীরা মাথাচাড়া দিয়েছে। 

ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা কাউছার আহমেদ বাবলু। উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হালিম মন্ডল, কাজী রবিউল হক প্রমুখ। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)