শালিখায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ১০:৩৩:০০ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে শনিবার দুপুরে দুই মাসব্যাপী কম্পিউটার ও অটো ম্যাকানিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । মাগুরায় বহুমুখী মানব কল্যাণ সংস্থা আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের চেয়ারম্যান শেখ আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম, বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মিঠুন পারভেজ, প্রকল্পের কো-অর্ডিনেটর তাপস কুমার দেবনাথ প্রমুখ।

সংস্থাটির নির্বাহী পরিচালক বিপুল আশরাফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ সাইফুল্লাহ। প্রশিক্ষণে শালিখা উপজেলার ‘দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন’-প্রকল্পের আওতায় ২২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।