Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ

এখন সময়: সোমবার, ৪ নভেম্বর , ২০২৪, ০৮:৪৩:২১ পিএম

 

প্রেসবিজ্ঞপ্তি: স্বাধীন যশোরের প্রথম দৈনিক স্ফুলিঙ্গের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ নজমুল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি নিজ বাসায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার পরিবারের পক্ষ থেকে যশোর, ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সৈয়দ নজমুল হোসেন ১৯৪১ সালের ২৭ মার্চ তৎকালীন ঝিনাইদহ মহকুমার কালা লক্ষ্মীপুর গ্রামের বনেদী সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে তৃতীয়। তাঁর পারিবারিক নাম ছিল তোতা। মাত্র এক বছরের কিছু সময় বেশি বয়সে তিনি মা জোবাইদা খাতুন ও ৪ বছর বয়সে পিতা সৈয়দ শমশের আলীকে হারান। এ সময় বড় বোন তাঁকে নিয়ে যান নিজ শ্বশুরালয় মাগুরার শালিখা উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে। সেখানে বড় বোনের আদরে আর বড় দুলাভাই কাজী আবুল হোসেনের শাসনে স্থানীয় প্রাইমারি স্কুলে শুরু হয় তাঁর শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সেখান থেকেই পাস করেন মেট্রিকুলেশন এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে পাস করেন ইন্টারমিডিয়েট। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন গ্রাজুয়েশন।

শিক্ষাজীবন শেষে কর্মজীবন শুরু করেন তিতাস সার কারখানায়। পরে ওই চাকরি ছেড়ে যোগ দেন সরকারি মুদ্রণালয় অর্থাৎ বর্তমান বিজি প্রেসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামে ফিরে এসে স্থানীয় যুবকদের যুদ্ধে অংশ নেয়ার জন্য সংগঠিত করেন। দেশ স্বাধীন হলে আবারো ফিরে যান ঢাকায়। সেখানে নিজ ব্যবসা শুরু করেন। কিন্তু ৭৫-এর পট পরিবর্তনের পর বাড়ি-দোকান সব হারিয়ে নিঃস্ব অবস্থায় তিনি চলে আসেন যশোরে। শুরু করেন নতুন পথচলা। এ পথচলায় তার পথপ্রদর্শক ছিলেন রণাঙ্গণের সাথী বীরমুক্তিযোদ্ধা এমএ সালাম। তিনি তাঁর প্রকাশিত সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় কাজ দেন সৈয়দ নজমুল হোসেনকে। সেই থেকে তিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় যশোর থেকে প্রকাশিত নতুন দেশ এবং যশোরের প্রথম দৈনিক ‘দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, বর্তমান দৈনিক, দৈনিক ভোরের রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সর্বশেষ দৈনিক লোকসমাজ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

 সৈয়দ নজমুল হোসেনের একমাত্র পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতির সম্পাদনা ও প্রকাশনায় যশোর থেকে চলতি মাস থেকেই নিয়মিতভাবে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক বাংলার ভোর। যার স্বপ্নদ্রষ্টাও ছিলেন মরহুম সৈয়দ নজমুল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)