অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় আলহাজ আফছার আলী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শানিবার সকালে উপজেলার প্রেমবাগ আফছার মেহেরুন মর্ডান কলেজিয়েট বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ১শ’ ৯টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ৪শ’ ৩৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৪শ’ ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৩৫ অনুপস্থিত ছিলো। প্রথমে সকাল ১০টা ৩০মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ও পরে ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় ৭ সদস্যের কমিটি পরীক্ষা দেখভাল করেন।
পরক্ষিার কেন্দ্রে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন, সাবেক প্রধান শিক্ষক অচিন্ত সাহা, বিএল করেজের সহকারী অধ্যাপক জোবায়ের হোসেন, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন মন্ডল, শিক্ষক শাহিনুল ইসলাম, গুরুচাঁদ মন্ডল, আব্দুল আজিজ, জাকারিয়া, রবিউল ইসলাম, ফেরদৌস রহমান, জিল্লুর রহমান, আসাদুজ্জামান, নাসির উদ্দীন শেখ, সোহাগ আমিন, আব্দুর শুকুর, আসমা খাতুন, ইভা রহমান, রিমা খাতুনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।
উপজেলার সকল ইউনিয়নে ৪৮ জন ও নওযাপাড়া পৌরসভার ২৭ জন সাধারণ গ্রেডে এবং ট্যালেন্টপুল মেধা তালিকায় ১০ জন মোট ৮৫ জন এ বৃত্তি পরীক্ষায় নির্বাচিত হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।