যশোরে ‘গণ জাগরণের  সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৫:৪৪:৫০ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ‘গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অর্ধ-শতাধিক শিল্পী অংশ নেন। ‘গণজাগরণ শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী এ উৎসবের আয়োজন করছে।

উৎসবের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অংশনেন প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল সরকার ও কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস।

জীবনমুখী গান, আবৃত্তি এবং নৃত্য দিয়ে সাজানো হয় উৎসব অনুষ্ঠানের ডালি। কবিতা পাঠ ও আবৃত্তি করেন কবি নান্নু মাহবুব, কাজী শাহেদ নওয়াজ, শ্রাবণী সুর, মাহমুদা রিনি ও প্রীতম গোর্কি।

সংগীত এবং নৃত্যে অংশগ্রহণ করে শিল্পাঙ্গন, সুর নিকেতন, শেকড়, মা নৃত্যালয়, উদীচী, স্বরলিপি, সুরধ্বনি, পুনশ্চ, সুরবিতান, নৃত্য বিতান, স্পন্দন, মাইকেল সঙ্গীত একাডেমি ,শিল্পকলা একাডেমি ও বিবর্তন যশোরের শিল্পীরা।