নিজস্ব প্রতিবেদক: ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) আয়োজনে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে ৩ দিনের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ রোববার শেষ হয়েছে। এতে যশোর ও বাগেরহাট থেকে শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও ওপিডি লিডাররাসহ ২০ জন অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসরাত জাহান। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করেন প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল হারুন এডিডি।
এ সময় উপস্থিত ছিলেন ফাইনান্স ম্যানেজার তাসলিমা খানম শেলী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ঝরনা খানম, টেকনিক্যাল কো অর্ডিনেটর এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফারজানা আহমেদ, ফিল্ড অফিসার এহসানুল হক ও পারুল আক্তার, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল প্রমুখ।