ধারের টাকা পরিশোধ না করায় কাঠ ব্যবসায়ীর কারাদণ্ড

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৫:৫২:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক: ধারের টাকা পরিশোধ না করায় আরিফ হোসেন নামে এক কাঠ ব্যবসায়ীকে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আরিফ হোসেন যশোর সদরের সতীঘাটা গ্রামের আসলাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি আরিফ হোসেন কাঠের ব্যবসায়ী ও মণিরামপুরের নেহালপুর গ্রামের সোহাগ হোসেনর পূর্ব পরিচিত। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি আসামি আরিফ বাগান কেনার উদ্দেশ্যে সোহাগের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ধার নেন। বাগান বিক্রি করে ধারের টাকা পরিশোধ করার অঙ্গীকার করে আরিফ হোসেন স্ট্যাম্পে লিখিত দেন। বাগান বিক্রি করার পর আরিফ হোসেন ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর বিকেলে সতীঘাটায় ইউনিয়ন পরিষদের সামনে আসামি আরিফকে পেয়ে পাওনা টাকা চাইলে না দিয়ে খুন জখমের হুমকি দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের ২ নভেম্বর প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি আরিফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আরিফ হোসেন পলাতক রয়েছে।