Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

জয় পেয়েছে কপোতাক্ষ ক্রীড়া ও ইয়াং আর এন রোড

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ১১:৪৯:৩২ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ টায়ার-২ জয় পেয়েছে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ ও ইয়াং আর এন রোড। শনিবার স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে লিগের ২ টি খেলা হয়েছে। দিনের প্রথম খেলায় কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ ৭ রানের ব্যবধানে পরাজিত করে মহিরণ স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমিকে। দ্বিতীয় খেলায় ইয়াং আর এন রোড ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারায় এস এম ক্রিকেট একাডেমিকে। কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। তাদের শফিকুল ইসলাম ২৪, জাহিদ হাসান ২৩ ও জ্যাতি শিকদার অপরাজিত ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৫ রান। মহিরণ স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমির হৃদয় হোসেন ১৩ রানে একাই নেন ৫ টি উইকেট। জবাবে, ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে মহিরণ স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমি। দলের পক্ষে আলী আকবর ৩৮, হৃদয় হোসেন ৩২ ও ইমন হোসেন ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের নাবিল আহমেদ ও রাসেল হোসেন উভয়ে ২ টি উইকেট নেন। দ্বিতীয় খেলায় ইয়াং আর এন রোড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান করে। তাদের প্রান্ত ৫২, আবুবক্কর ৪৩, জামাদুস সানি ৩৫, ইব্রাহীম ২১ ও আসিফ ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। এস এম ক্রিকেট একাডেমির ইমন হোসেন ৪৭ রানে ৪ টি উইকেট পান। জবাবে, ২৫ ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৭৫ রান করে এস এম ক্রিকেট একাডেমি। তাদের স্বাধীন ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)