Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সর্বজনীন পেনশন স্কিমে জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মীদের অন্তর্ভুকরণ

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০২:৫৬:১৬ এম

 

প্রেসবিজ্ঞপ্তি: শনিবার সংস্থার মুজিব সড়কস্থ প্রধান কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিমে সংস্থার কর্মকর্তা কর্মীদের অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ ফসিউল্লাহ্। জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: আজাদুল কবির আরজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেসিএফএর উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। বিশেষ অতিথি বক্তব্য দেন অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক মোঃ নূরে আলম মেহেদী ও এমআরএর অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক সুযোগ-সুবিধাসহ কিভাবে ও কারা এর আওতায় আসবে সেই বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে জাগরণী চক্রই সর্বপ্রথম সর্বজনীন পেনশন স্কিমে তাদের কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করলো।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)