দেবহাটায় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: রবিবার, ৫ মে , ২০২৪, ১১:৪৬:১৫ এম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতে সকাল ১০টায় উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল মাঠে এসে আলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা ফায়ার সার্ভিস টিম লিডার কলিমউদ্দীন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারের পরিচালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফ্যাসেলিটেটর প্রসেনজিত সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগের মহড়া ও উদ্ধার বিষয়ে প্রদর্শনী করা হয়।