কেশবপুর পৌরসভার পক্ষে ৭ লাখ টাকা প্রদান

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৬:৩৭:৩৮ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌরসভার পক্ষ হতে চিকিৎসা সহায়তা, বাড়িঘর পুননির্মাণ বাবদ ও বিভিন্ন ধর্মী অনুষ্ঠানে আর্থিক সাহায্য হিসাবে ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে । সোমবার সকালে পৌর সভার মেয়র মহাদয়ের অফিস কক্ষে এই নগদ অর্থ প্রদান করেন পৌরসভার উন্নয়নের কারিগর নান্দনিক মেয়র রফিকুল ইসলাম।

  কেশবপুর পৌর সভা সূত্রে জানাগেছে, পৌরবাসীর মধ্যে অসুস্থ অসহায় ব্যক্তিদের চিকিৎসা , বসতবাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের আবেদন ছিলো ১৩২ টি ও ধর্মীয় অনুষ্ঠানে সাহায্যের আবেদন ছিলো ৮ টি। এরমধ্যে অসুস্থ অসহায় ব্যাক্তিদের চিকিৎসা সহায়তা ও বসতবাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের অনুকূলে ৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ও মসজিদ মন্দিরে আর্থিক সাহায্য হিসাবে ১ লাখ ৪৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। আর্থিক সাহায্যের নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর, শেখ এবাদত সিদ্দিকী বিপুল, মহিলা কাউন্সিলর আছিয়া খাতুন শিল্পী, খাদিজা খাতুন, পৌরসভার সচিব মোঃ মোশাররফ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।