কেশবপুরে উন্নত পাট বীজ ও সার পাচ্ছে ২১০০ কৃষক

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৪:২৯:৫৯ পিএম

 

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় কৃষকের মাঝে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন হয়। পাট অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপজেলার ২১০০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করছে।

উপজেলা পরিষদ চত্বরে এদিন পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম রঞ্জু।