ফুলতলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশা

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৭:৩৯:২২ এম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি আর্থিক ক্ষমতা এবং পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার সাক্ষরিত ও বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা এর ২৩৫ নম্বর স্মারকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে অফিস করেন।

প্রসঙ্গত. গত ২৯ নভেম্বর আলহাজ শেখ আকরাম হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

এদিকে ফারজানা ফেরদৌস নিশা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে মনোনীত করায় ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, আওয়ামী লীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিঠু, শেখ ওয়ালিউল্লাহ সুইম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক নেছার উদ্দিন, এমরানুর রহমান বিপ্লব,  অনুপ কুমার বিশ^াস, জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।