দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. অহিদুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য আর.কে.বাপ্পা, কার্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্যনির্বাহী সদস্য কে.এম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, রিপোটার্স ক্লাবের সদস্য সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ আগামী ২১ রমজান সোমবার রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল, রিপোর্টার্স ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন ও মহান স্বাধীনতা দিবসে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ দিবসটি যথাযথভাবে পালন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।