কেশবপুরে মৌরির বাম্পার ফলন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৭:১৫:২৪ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলায় মৌরির বাম্পার ফলন হয়েছে এবার। লাভজনক হওয়ায় প্রতিবছর মসলাটির চাষ বাড়ছে। উপজেলাটিতে এ বছর ৪ হেক্টর জমিতে মৌরির চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার দুপুরে পৌর এলাকার সাবদিয়ায় গিয়ে মৌরি চাষাবাদের দৃশ্য দেখা যায়। এখানকার কৃষক মোহাম্মদ ইদ্রিস আলী সাবদিয়া মাঠে ৮ বিঘা জমিতে মৌরি চাষ করেছেন। প্রতিবছর তিনি এই মৌসুমে মৌরি চাষ করেন। তিনি জানান, গত বছরের মতো মৌরির ফলন এবারো খুব ভালো হয়েছে। বাজার দরও বেশ ভালো। তিনি আরো জানান, প্রতি কেজি মৌরি ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। আগামী বছর ১৬ বিঘা জমিতে মৌরি চাষ করবো বলে ঠিক করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুদা আক্তার বলেন, ৪ হেক্টর জমিতে মৌরি চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। লাভনজক হওয়ায় এটি আবাদে ঝুঁকছেন তারা।