যশোরে সোনারবারসহ আটক দুই পাচারকারী রিমান্ডে

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১২:০৬:০১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে  সাড়ে ৩ কেজি ওজনের ৩২ সোনারবারসহ আটক দুই পাচারকারীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, বেনাপোলের পুটখালি গামের মৃত ইমানুর ইসলামের ছেলে শহিদুল্লাহ ও শার্শার শ্যামলাগাছী গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ মার্চ দুপুরে ডিবি পুলিশের একটি দল যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকার আসতে দেখে থামার সংকেত দেয়।  প্রাইভেট কার থেকে দুইজনকে আটক ও তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছোট বড় মোট ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৩শ’ ৫৬ গ্রাম। এ ঘটনায় চোরাচালান দমন আইনে ডিবির এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।