চৌগাছায় অপরিপক্ক কলা পাকানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৮:৪৪:১৮ এম

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নিষিদ্ধ ওষুধ দিয়ে অপরিপক্ক কলা পাকানো এবং কলা পাকানোর ওষুধ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস চৌগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওষুধ দিয়ে পাকানো অপরিপক্ক বিপুল পরিমান কলা ও কলা পাকানো নিষিদ্ধ ওষুধ বিনষ্ট করেন। আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শরিফুল ইসলাম নামে ওই কলা বিক্রেতা কলা পাকানোর ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে আদালত ওই ঘর সিলগালা করে দেন।

বৃহস্পতিবার কলা বিক্রেতা শরিফুল ইসলাম গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্যসহ আদালতের প্রসিকিউটর স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীর সাথে যোগাযোগ করেন। পরে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ওই দোকান ঘরে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান অপরিপক্ক কলা নিষিদ্ধ ওষুধ দিয়ে পাকানো অবস্থায় এবং দুই লিটারের একটি বোতলে কলা পাকাতে ব্যবহৃত নিষিদ্ধ লিকুইড ওষুধ পাওয়া যায়। পরে আদালতে ওই দোকানি অপরাধ স্বীকার করায় ৫০০ টাকা জরিমানা এবং কলা বিনষ্ট করেন। পরে শরিফুল ইসলাম যে কীটনাশকের দোকান থেকে এই ওষুধ ক্রয় করেন মিন্টু এন্টারপ্রাইজ নামে সেই কীটনাশকের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালতের অভিযানের সংবাদ পেয়ে দোকানে কর্মকর্তারা দোকান বন্ধ করে পালিয়ে গেলে আদালত দোকানে তালাবদ্ধ করে দেন। কিছু সময় পরে দোকানী আদালতের প্রসিকিউটর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করেন।

পরে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে মিন্টু এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হলে সেখানে অপরিপক্ক কলাসহ বিভিন্ন ফল পাকানোর বিপুল পরিমান নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। দোকানী তার অপরাধ স্বীকার করলে আদালত নিষিদ্ধ ওষুধ বিনষ্ট করেন এবং দোকানী মিন্টু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের বিচারক সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।