তিন দফা দাবিতে যশোর পৌরসভা নাগরিক কমিটির স্মারকলিপি

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ১২:১০:৪০ এম

 

নিজস্ব প্রতিবেদক: ৩দফা দাবিতে যশোর পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে পৌরমেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন।

দাবিগুলো হচ্ছে, সাপ্লাইয়ের পানি প্রবাহ নিশ্চিত ও স্বাস্থ্য সম্মত স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন , যেসকল নাগরিকরা সাপ্লাইয়ের সংযোগ বিচ্ছিন্ন করতে চায়, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হোক। মশার নিধনের উদ্যোগ নেওয়া হোক, এখনই সকল ড্রেন পরিস্কার ও সংস্কার করা হোক।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি চার দফা দাবিতে আপনার নিকট স্মারকলিপি দেয়া হয়। আপনি তাৎক্ষনিক ১ নম্বর দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেও বাকি দাবির বিষয়ে কিছু বলেননি বা এখনো কিছু করেননি। আমরা টাকা দিয়ে পৌরসভার নিকট থেকে পানি ক্রয় করলেও পানি সঠিকভাবে পাচ্ছিনা এবং পানি স্বাস্থ্য সম্মত নয়। নাগরিকরা পানি না পেয়ে বা ব্যবহারের  অনুপযোগী পানি কেন টাকা দিয়ে ক্রয় করবে ? দ্রুত পানির সমস্যা সমাধান করতে হবে। মশার প্রকোপ প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। দিনে রাতে মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ড্রেন সমূহ মশার আতুর ঘরে পরিণত হয়েছে। বর্ষার মৌসুম সমাগত। এখনি ড্রেনসমূহ পরিস্কার ও সংস্কার না করলে সামান্য বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সদস্য তসলিম-উর-রহমান প্রমুখ।