যশোরে সিভিল প্রকৌশলী বায়েজীদ হত্যায় মুল্লুক চাঁদের দুই কর্মচারী আটক

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৭:২৭:৫৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিএনপি নেতা রফিবুল ইসলাম চৌধুরী মুল্লুক চাাঁদের চালের আড়তে খুলনার সিভিল প্রকৌশলী বায়েজীদ হাসান হত্যা মামলা দুই আসামিকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত বুধবার ঢাকা থেকে তাদের আটক করে র‌্যাব।

আটক দুইজন হলো, ঝিকরগাছা উপজেলার গদখালী নবীননগন গ্রামের আবুল হাশেমের ছেলে রাজু আহমেদ ওরফে রাজু (৩৫) এবং সদর উপজেলার লেবুতলা গ্রামের খায়রুল ইসলামের ছেলে আব্দুর রহমান রাজু (৩৪)। এরা দুজনই মুল্লুক চাঁদের কর্মচারী।

র‌্যাব জানিয়েছে, খুলনায় বসবাসকারী সিভিল প্রকৌশলী বায়েজীদ হাসানের কাছে ৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা ছিলো মুল্লুক চাঁদের। বায়েজীদ তার কর্মী ছিলেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ভবন নির্মাণ দেখাশুনা করতেন। পাওনা টাকার জন্য গত ২৪ মার্চ খুলনা থেকে ডেকে নিয়ে যশোরে আসেন এবং তাকে চুড়িপট্টি এলাকায় মুল্লুক চাঁদের চালের আড়তে আটকে রেখে মারপিট করে তার লেবাররা। পরে নির্যাতনে মারা যাওয়ায় ২৫ মার্চ নিহতের মা ৭জনের নামে মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হলো রাজু ও রাজন। গত বৃধবার তাদের ঢাকা থেকে আটক করে র‌্যাব।