যশোর জেলা ফারিয়ার নামে ভিত্তিহীন কমিটি গঠনের অভিযোগ

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৯:২০:১০ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মেহেদী হাসান মাসুদকে সভাপতি ও বিজোর আহম্মেদ সাগরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে তার ভিত্তি নেই বলে অভিযোগ উঠেছে। ওই কমিটির উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনও সংগঠনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নন বলে  এক বিবৃৃতিতে জানিয়েছেন।

ফার্মাসিটিক্যালস এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মহিদুল ইসলাম জানান, যশোর জেলা ফারিয়ার নামে কমিটির নাম শোনা যাচ্ছে। সেটা ভিত্তিহীন, ভুয়া কমিটি। ওই কমিটিতে শহিদুল ইসলাম মিলনকে তারা উপদেষ্টা বানিয়েছিলেন। শহিদুল ইসলাম মিলন জানিয়েছেন ওই সংগঠন সম্পর্কে তিনি অবগত নন। তার নাম ব্যবহার করা হয়েছে তিনি জানেন না। তাছাড়াও উপদেষ্টা পরিষদে ঔষধ কোম্পানির প্রতিনিধি ছাড়া কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন। ফার্মাসিউটিক্যালস সংগঠনের নির্বাচন করার জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ঈদের পরে নির্বাচনটি সম্পন্ন হবে। টিপু সুলতান,  ডি এস এম, এস-কেএফ ফার্মা লিঃ কে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।