চৌগাছায় খুরা রোগে এক কৃষকের তিন গরুর মৃত্যু, আক্রান্ত ৯

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৫:২২:০৯ পিএম

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় খুরা রোগে আক্রান্ত হয়ে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামের কৃষক মতিয়ার রহমানের ৩টি গরু মারা যায়। তার আরো ৯টি গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে।

কৃষক মতিয়ার রহমান বলেন, ছোট-বড় মিলিয়ে আমার ১২টি গরু ছিল। সম্প্রতি সেগুলো খুরা রোগে আক্রান্ত হয়। শনিবার হঠাৎ আমার ৩টি গরু এই রোগে মারা যায়। এতে আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, পল্লি পশু চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন, টিকা ও ওষুধ ব্যবহার করেও রোগটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রাণিসম্পদ বিভাগের লোকজন এসে আক্রান্ত গরুগুলোর চিকিৎসা দিলে হয়তো এ যাত্রা রক্ষা পেতাম। কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর দিয়েও তাদের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম বলেন, জনসচেতনতা সৃষ্টি, উঠান বৈঠক ও মেডিকেল ক্যাম্প করে রোগ প্রতিকার সম্পর্কে অবগত করা হচ্ছে। ক্ষুরা রোগের ধরণ সাধারণত ৪টি। ধারণা করা হচ্ছে, এ উপজেলায় ক্ষুরা রোগের এই ধরণটি নতুন।