প্রেসবিজ্ঞপ্তি: আজ ৩ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তবিবর রহমান সরদার-এর ১৪তম মৃত্যু বার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে শার্শার বারিপোতা নিজ গ্রামের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্য দিকে সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন ও প্রভাষক মোঃ মমিনুর রহমান এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ইফতার এর আয়োজন করা হয়েছে।
তবিবর রহমান সরদার ১৯৩২ সালের ৫ মে শার্শা উপজেলার বারিপোতা গ্রামে জন্মগ্রহণ করেন। ৫২ র ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী এ জনপ্রতিনিধি ৫০’ এর দশক থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইউপি মেম্বার ও চেয়ারম্যান, ১৯৭০ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পলিটিক্যাল অ্যাডভাইজার, ১৯৭২ সালে গণপরিষদ সদস্য (যাঁদের স্বাক্ষরে আমাদের পবিত্র সংবিধান) এবং ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ৮৫-যশোর-১ আসন থেকে ৪ বার নির্বাচিত এই সংসদ সদস্য এলাকায় বহুসংখ্যক স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং প্রায় ২৪ বছর যশোর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আহ্বায়ক, এবং সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।