ইঁদুর ধরতে গিয়ে সাপের  কামড়ে প্রাণ গেল সাকিবের

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০২:১৪:৪২ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে ইঁদুর ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো সাকিব হোসেন (২০) নামে এক তরুণের। মঙ্গলবার রাত ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব মণিরামপুর উপজেলার রোহিতা এড়েন্দা রাজবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের একমাত্র ছেলে।

স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে নারিকেল গাছের নিচে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো সাকিব। তখন একটা ইঁদুর ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে ইঁদুরটি পাশের গর্তে ঢুকে যায়। এসময় সাকিব ইঁদুরটি ধরার জন্য গর্তে হাত দিলে একটি সাপ তার আঙ্গুলে কামড় দেয়। খবর শুনে পরিবারের লোকজন তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা সাকিবের শরীরে ভ্যাকসিন দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন। খুলনায় নেয়ার প্রস্তুতিকালে সাকিবের মৃত্যু হয়।

মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার কারণে সাকিবের মৃত্যু হতে পারে।

স্থানীয় এড়েন্দা রাজবাড়িয়া ওয়ার্ডের মেম্বর আমিন উদ্দিন জানান, সাপের কামড়ে মৃত্যু হওয়া সাকিব পিতা মাতার একমাত্র সন্তান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।