শ্রীপুরে মাজার জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু রাজনের

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৯:৪৮:০৮ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বুধবার প্রার্থীতা যাচাই-বাছাইয়ের পর পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া ছোট ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির ছোট ভাই। প্রথম পর্যায়ে দুপুরে তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রা:) মাজার জিয়ারত করেন। একই দিন বিকেলে সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের ওলি পাক হযরত গরীবুল্লাহ শাহ ওরফে গরীব শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ এবং নাকোল ইউনিয়নের বরালিদহ জরিপ শাহ এর মাজার জিয়ারত করেন।

এ সময় তার সাথে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান, বিল্লাল মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম প্রমুখ।