দাকোপ প্রতিনিধি: দাকোপ উপজেলা সদরে সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ১০ টায় র চালনা ডাকবাংলার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাড. মহানন্দ সরকার। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা অধ্যাপক দুলাল রায়, পৌর কাউন্সিলর আ. গফুর সানা, বাসুদেব রায়, উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক জি এম রেজা, যুবলীগনেতা আলামিন শেখ, রতন মন্ডল, গাজী সরোয়ার হোসেন, গোলাম রসুল শেখ, ব্যবসায়ী গৌতম সাহা, কামরুল ইসলাম, মিহির বিশ্বাস, স্মীতা বিশ্বাস, মরিয়ম খাতুনসহ শ শ নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।