মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৩ জন। তাদের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ ও পুরুষ ভাইস চেয়ারম্যানে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যানে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এমন পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের কোন্দলের আশঙ্কা করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃতীয় ধাপে আগামী ২৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনের সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার।
এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সহসভাপতি জামাল হেসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, শ্রমিক লীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ মো. আল আমিন, আওয়ামী লীগ সমর্থক সনেট হালদার ও ওবাইদুল ইসলাম প্রার্থী হয়েছেন।
অন্যদিকে, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও মোংলা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেখ কামরুন্নাহার হাই, উপজেলা মহিলা আওয়ামীগের আহবায়ক সরবরিয়া দরিয়া ও আওয়ামী লীগ সমর্থক সোমা মন্ডল ছায়া।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩। ভোটগ্রহণ ২৯ মে।
একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন এক লাখ ২০ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫০৩, নারী ভোটার ৬০ হাজার ১ জন এবং তৃতীয় লীঙ্গের তিনজন ভোটার।