মাগুরা প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা বিনোদপুর ইউনিয়ন ঘুল্লিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার গ্রুপের সাথে ঘুল্লিয়া ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম ও রাজন গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলো, রাসেল মোল্ল্যা (৩০), ফয়জুর রহমান (৪০) বাবলু শেখ (৩৫)। আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম ও এসআই ওহিদুর রহমানকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘুল্লিয়া গ্রামে বিএনপির মোড়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজনের শরীরে গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, দুপুরের দিকে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের কারো মাথায় পেটে, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আসে। তবে পেটে গুলিবিদ্ধ অবস্থায় রোগীর অবস্থা সংকটাপন্ন। অন্যদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান-উল-ইসলাম বলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ও ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জনগণের জানমাল সম্পদ রক্ষার্থে রাবার বুলেট ছুঁড়ে এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মহম্মদপুর ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।