নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক রায় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জহুরুল ইসলাম। দুই বছরের জন্য মনোনীত কমিটি আগামী সভায় ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সোমবার দুপুরে সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জন্য এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কর্মচারী ও সাবেক সভাপতি মোশারফ হোসেন। এ সময় বক্তব্য রাখেন পূর্বের কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ক্যাশিয়ার মুরাদ হোসেন, হাসপাতালের প্রধান করণিক রেজওয়ান আহমেদ, ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত স্টোরকিপার রতন কুমার সরকার, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।