কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রেজার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি নিয়ে পৌরসভাধীন শিবনগরে অবস্থিত রেজার কবর স্থানে যান। সেখানে তারা রেজার কবরের পাশে দোয়া ও কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরী, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল সহ উপজেলা কৃষকলীগের সভাপতি-সম্পাদক, ছাত্রীগের সাবেক সভাপতি-সম্পাদক ও বর্তমান ছাত্রলীগের সর্ব স্তরের নেত্রীবৃন্দ এবং রেজার ছোট ভাই টপি খন্দকার। উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৬ জুলাই কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজে সন্ত্রাসীদের বোমা হামলায় রেজা নিহত হন। রেজা কালীগঞ্জ পৌরসভাধীন খন্দকার আবুল হাসনাতের ছেলে।