কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতিতে সাময়িক কর্মহীন হয়ে পড়া ইজিবাইক ও ভ্যান চালকদের মাঝে সাতক্ষীরার কলারোয়ায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৩ শতাধিক শ্রমজীবীর সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ও তেল। সংসদ সদস্য শ্রমজীবী চালকদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেয়ার সময় বলেন, দেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করছি। আপনারা শীঘ্রই নতুন উদ্যোমে স্ব স্ব কাজে ফিরতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান শাহাজাদা, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, আ.লীগ নেতা সহিদ আলী, পবিত্র সাহা, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, নয়ন হোসেন, শ্রমিক লীগ নেতা আবদুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।