Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:৪৪:৪৬ পিএম

 

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা ভারি বর্ষণ ও থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ, চুনা, খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।

গাবুরার সাবেক মেম্বার রহিম জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গা জুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশাঙ্কা রয়েছে। 

গাবুরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সকালে তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী সাজ্জাত হোসেন জানান, বেড়িবাঁধ ফাটলের বিষয়টি জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নেয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)