কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন।
আরো বক্তব্য রাখেন, কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, আলাউদ্দিন আল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও ফায়ার সার্ভিস অফিসার মামুনুর রশিদ প্রমুখ।
এছাড়াও সভায় অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।