Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যশোরে আ.লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১১:৫৩:২৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার বিকেলে শহরের দড়াটানায় ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে শহরের রাজপথ দলটির নেতাকর্মীদের মিছিলে উত্তাল ছিল। আওয়ামী লীগের দুইটি অংশসহ মুক্তিযোদ্ধাদের আলাদা মিছিলে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

‘মুক্তিযোদ্ধার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয় গোটা শহর।

বিকেল গড়াতেই শহরের গাড়িখানা রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

জেলা সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, শিল্প সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু,  আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম তরফদার, মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, এস এম সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব প্রমুখ মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন।

অপর দিকে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণ থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মেহেদী হাসান মিন্টু, শ্রম সম্পাদক  বীরমুক্তিযোদ্ধা আব্দুর সবুর হেলাল,  আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কচি, আবু সেলিম রানা, লুৎফুল কবীর বিজু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইজুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।

এদিকে, বেলা সাড়ে বারোটার দিকে মুক্তিযোদ্ধাদের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান  রবিউল আলম বক্তব্য রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)