Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে সড়ক নির্মাণের দাবিতে তরুন সংঘের মানববন্ধন

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৪৫:৪৪ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপের সুতারখালীতে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করে জনভোগান্তি লাঘবের দাবিতে উদ্দীপ্ত তরুন সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের প্রাণকেন্দ্র নলিয়ান বাজার হতে কালাবগী দোয়ানীর গেট অভিমুখে যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত কাটাখালী অংশে কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ সকল কর্মসূচি চলে।

স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুন সংঘের উপদেষ্টা মাসুদ ইবনে রহমান বাবু, রকিব হোসন, সারাফাত হোসেন সবুজ, আলামিন সরদার ও আব্দুল মান্নানের তত্ত্বাবধানে পালিত কর্মসূচিতে ব্যানার প্লাকার্ড হাতে সংগঠনের সদস্য এবং এলাকার যুবকরা অংশ নেন। তারা অবিলম্বে জনগুরুত্ব রাস্তাটি নির্মাণ করে জনভোগান্তি লাঘবের দাবি জানান। একই সাথে তারা বিগত দিনে এই রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)