নিজস্ব প্রতিবেদক: যশোর জিলা স্কুলে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে প্রথম নেক্সটজেন ইনোভেশন ফেসটিভ্যাল-২০২৪। অনুষ্ঠানে অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট উশন হ্যান্ট সলিউশন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্কুলের অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মনজুর মুর্শিদ, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম।
নেক্সটজেন বিজ্ঞান ক্লাবের সভাপতি মারুফ আল মিসবাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন, নেক্সটজেন বিজ্ঞান ক্লাবের কোষাধ্যক্ষ শোভন আরিফ প্রমুখ। অনুষ্ঠানে ৩৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মনজুর মুর্শিদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এজেড এম সালেক।
নেক্সটজেন বিজ্ঞান ক্লাবের সভাপতি মারুফ আল মিসবাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেক্সটজেন বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক রিফা তাসফিয়া । এরপর বিজ্ঞান মেলা স্টল পরিদর্শন করা হয়।