Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

একদিনে সর্বোচ্চ : ডেঙ্গুতে ৮ মৃত্যু, ১২২১ রোগী ভর্তি

এখন সময়: শনিবার, ৫ অক্টোবর , ২০২৪, ০২:৪৯:৪০ এম


স্পন্দন ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২২১ জন রোগী।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ; দৈনিক ভর্তি রোগীর সংখ্যাটিও এ বছরের সর্বোচ্চ।
এর আগে শনিবার ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারও আগে গত ১৮ এবং ২২ সেপ্টেম্বর ৬ জন করে মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে।
গত একদিনে মৃত ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতালে ১ জন করে মারা গেছেন।
তাদেরকে নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৫৮ জনের মৃত্যু হলো।
এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২১ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার বাইরে বরিশালে ১৬ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
এ বছর সিলেট বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২২১ জন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৬ জনে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। যা ছিল এ বছর দৈনিক সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা।
রোববার নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৫৩ জন, ঢাকা বিভাগে ২৫০ জন, ময়মনসিংহে ৪৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, খুলনায় ১৩৪ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশালে ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। সিলেট বিভাগে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩২৯৭ জন রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৬৯ জন রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬২৬ জন।
এ বছর ভর্তি রোগীদের মধ্যে ১৬ হাজার ৭২৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৫৯ জন।
চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি।
২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৬ হাজার ৯৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৭৫ জনের।
এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)