দাকোপ প্রতিনিধি: দাকোপে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি চালনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়াসহ সকল ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মিরা।