নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধল গ্রামে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জঙ্গল বাঁধল গ্রামের
নুর মোহাম্মদের স্ত্রী চায়না বেগম (৪৫), দুই ছেলে রাশেদ (২৪), ইয়াসিন (১৯), শহিদের দুই ছেলে মামুন (২৬), সুমন (২৩), আব্দুল আলিমের ছেলে রাশেদ (২৫), আব্দুল হালিমের স্ত্রী ফাতেমা (৫০) আবুল কাশেমের ছেলে তরিকুল (৩০) ও প্রতিপক্ষের হোছেন আলীর ছেলে সোহেল রানা (৩৬) হাসান আলীর ছেলে রিয়াদুল (১৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানিয়েছেন, নুর মোহাম্মদ ও হোছেন আলী গংয়ের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর হলেও সকলে আশঙ্কামুক্ত।