Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আইন পেশায় ৪০ ও ৫০ বছর পার করা আইনজীবীদের সংবর্ধনা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:৪৪:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বলেছেন, প্রবীণরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুগের পর যুগ কাজ করে যাচ্ছেন। প্রবীণ আইনজীবীরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নবীনদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তাতে সম্মাননা আপনাদের প্রাপ্য। বৃহস্পতিবার যশোরে আইন পেশায় নিয়োজিত ৪০ ও ৫০ উর্ধ্ব আইনজীবীদের সম্মানে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির  সভাপতি আবু মোর্ত্তজা ছোট’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহামিদা জাহাঙ্গীর, সংবর্ধিত সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এটিএম এনামুল হক, মোহাম্মদ ইসহক, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম। সভা পরিচালনা করেন সমিতির সহকারী সম্পাদক তাহমিদ আকাশ।

উপস্থিত ছিলেন এ সময় স্পেশাল জজ এসএম নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সালেহুজ্জামান, তসলিম আরিফ, সুরাইয়া সাহাব, শিমুল কুমার বিশ্বাস, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, রাশেদুর রহমান, গোলাম কিবরিয়া, রহমত আলীসহ অনুষ্ঠানে জজশীপ ও ম্যাজিস্ট্রিশীপের অন্যান্য বিচারকবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশনেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ দেখতে হলে যশোরে আসতে হবে। যশোরের আইনজীবীরা সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করেছেন। তারা সব দল মতকে এক সাথে ধারন করতে পেরেছেন।

তিনি বলেন, জেলা জজ আদালতের তিনতলা ভবন চারতলায় উন্নিত করতে কাজ চলছে। এ কাজে আইনজীবী সমিতির সদস্যদের পাশে থাকার আহবান জানিয়েছেন।

সভায় আইন পেশায় নিয়োজিত ৫০ উর্ধ্ব আবদুল আলী, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম ও নুরুল আমিন এবং ৪০ উর্ধ্ব হাফিজুল হক, শেখ আব্দুল মোহায়মেন, আবু সালেহ মোঃ জাফর সাদিক, এটিএম এনমুল হক, এসএম আজিজুল হক, মোহাম্মদ ইসহক, আব্দুল খালেক, মোজাফ্ফর উদ্দিন মোহন, আব্দুল গফুর দুলাল, দিলীপ কুমার দে, গৌতম কুমার ঘোষ, ইসমত হাসার, এম সামছুর রহমান, সিরাজুল ইসলাম, জীবন রতন মিত্র, হারুন-অর-রশীদ ও মাহবুব আলম বাচ্চুকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত প্রত্যেক সদস্যকে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)