নিজস্ব প্রতিবেদক: যশোরে ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলায় আত্মসমর্পণকারী বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুর মুল্লুক চাঁদকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর জামিন আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, খুলনার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার বায়েজিদ হাসান যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নির্মিত বিল্ডিংয়ের কাজ দেখাশুনা করতেন। গত ২৪ মার্চ সন্ধ্যায় খুলনার মোটর শ্রমিক নেতা বিপ্লবের মাধ্যমে বায়েজিদকে যশোরে নিয়ে আসা হয়। ওই রাতে মুল্লুক চাঁদের আড়ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা দিলরুবা বেগম কোতয়ালি থানায় মুল্লুক চাঁদসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরমাঝে মুল্লুক চাঁদ উচ্চ আদালত থেকে জামিন পেয়ে নির্দেশনা অনুযায়ী তিনি রোববার যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জু করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।