অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে সাগরিকা শপিংমল মার্কেটের ব্যবসায়ীদের মালামাল লুট করে নেয়ার হুমকি দিয়ে চিঠি দেয়ার অভিযোগ উঠেছে সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ এর তিন কর্মকর্তার বিরুদ্ধে। এবিষয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে সাগরিকা শপিংমলের ব্যবসায়ীবৃন্দ।
লিখিত অভিযোগে জানা যায়, নওয়াপাড়া বাজারের অবস্থিত সাগরিকা শপিংমল এর দোকানদারবৃন্দ দীর্ঘদিন যাবৎ মার্কেটের মালিক মো. আসলাম হোসেন বিশ্বাসের কাছ থেকে ৬ বছরের চুক্তি ভিত্তিক স্ট্যাম্প করে সততার সাথে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে সেবক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর তিন কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, আব্দুর রহমানসহ প্রায় ৫০-৬০ জন লোক এই মার্কেটে এসে দোকানদারদের একটি হুমকিজনক চিঠি দেয়। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে দোকানঘর খালি করে দিতে হবে বলে আল্টিমেটাম দেয়। অন্যথায় আগামী ১৫ দিনের মধ্যে দোকানঘর ছেড়ে দিতে ব্যর্থ হলে দোকানের মালামাল লুট করে নিয়ে যাবে বলে হুমকি দেয়। এতে করে মার্কেটের দোকানদাররা এখন চরম নিরাপত্তাহীনতার ভুগছে।
এবিষয়ে মার্কেট কমিটির সভাপতি নিয়ামুল হক রিকো জানান, এই মার্কেটে আমরা ৬ বছরের চুক্তি ভিত্তিক স্ট্যাম্প করে সততার সাথে ব্যবসা-বাণিজ্য করে আসছি। কিন্তু সেবক নামের একটি অর্থকারী প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাসহ প্রায় ৫০/৬০ জন লোক আমাদের চিঠির মাধ্যমে দোকানঘর ছাড়ার আল্টিমেটাম দেয়। এতে আমাদের এখন চরম নিরাপত্তাহীনতার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে।
এই বিষয়ে অভয়নগর থানার পুলিশের উপপরিদর্শক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. তৌফিকুর ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে। দুই পক্ষকে বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।