Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বঙ্গোপসাগরের দুবলারচরের রাস উৎসব শেষ

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৭:৩২:০৭ এম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে শনিবার সকালে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিনদিনের রাস উৎসব শেষ হয়েছে। পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা ফিরতে শুরু করেছে। এ বছর এ স্নানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার পুণ্যার্থী জড়ো হয়েছিল বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল কবির বলেন, শনিবার প্রত্যুষে ভরা পূর্ণিমায় সাগরের প্রথম  জোয়ারে পুণ্যার্থীরা পুণ্য স্নান শেষ করে নৌকা ও ট্রলারযোগে ফিরতে শুরু করেছেন। এর আগে হিন্দু সম্প্রদায়ের  পুণ্যার্থীরা  শুক্রবার সারারাত আলোরকোলের  অস্থায়ী  মন্দিরে রাধা কৃষ্ণের লীলা কীর্তনসহ নানাবিধ আচার অনুষ্ঠান পালন করেন। রাস উৎসব উপলক্ষ্যে এবার দুবলার আলোরকোলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার পুণ্যার্থীরা জড়ো হয়েছিল। এখানে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বাগেরহট জেলা প্রশাসন, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ, কোষ্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর টিম দায়িত্ব পালন করেছেন। রাস উৎসব উপলক্ষ্যে আলোরকোলে এ বছর বিভিন্ন দোকানী দ্রব্য সামগ্রী নিয়ে বসেছিল এবং আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে রাস উৎসব সম্পন্ন হয়েছে বলে  জানা গেছে। তাদের সার্বিক নিরাপত্তায় বনরক্ষী ও অন্যান্য বাহিনীর সদস্যরা সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন বলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)