Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒খাজুরায় ফুটবল টুর্নামেন্ট

অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ০৯:৪০:৫০ এম

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোটিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় যশোরের অভয়নগর ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর ফুটবল একাদশ। শনিবার বিকেল তিনটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি নাজমুল ইসলাম এ ম্যাচ পরিচালনা করেন। নির্ধারিত সময়ের প্রথমার্ধ্বে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে নিজেদের ডি-বক্সে অভয়নগর দলের ডিফেন্ডার ওহিদুলের হ্যান্ডবল হলে পেনাল্টিতে গোলমুখ খোলেন প্রতিপক্ষ দলের অধিনায়ক তারা। শেষ সময় পর্যন্ত গোল শোধে মরিয়া হলেও পরাজয় সঙ্গী হয় অভয়নগর ফুটবল একাদশের।
ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাজেদুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব সাজেদুর রহমানের সহধর্মিনী শামছুন্নাহার, আন্তর্জাতিক মিডিয়া রেডিও তেহরানের বাংলা বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল রানা। এ সময় বিজয়ী দলের স্টাইকার আকাশের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। আগামী ৩০ নভেম্বর টুনার্মেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিদ্বতা করবে মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর ফুটবল একাদশ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)