Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৮:০৫:৪৪ এম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুঞ্জভঙ্গ ও দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংকর প্রসাদ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি দক্ষিণপাড়া বিশ্বাস ভবনে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয় গত বুধবার ভোর ৬ টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। বুধবার সারা দিন, বৃহস্পতিবার দিবারাত্র এবং শুক্রবার দিবারাত্র ব্যাপী কীর্তনীয়াদের অংশ গ্রহণে নাম সংকীর্তন পরিবেশন হয়। সংকীর্তন পরিবেশন করেন, ভাগ্যশ্রী সম্প্রদায়-সাতক্ষীরা, শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্যামসুন্দর সম্প্রদায়-সাতক্ষীরা, পতিত পাবন সম্প্রদায়-যশোর, লক্ষ্মী নারায়ন সম্প্রদায় মানিকগঞ্জ ও কানাই-বলায় সম্প্রদায় খুলনা।

উল্লেখ্য, ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস তার পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে বিশ্বাস ভবনে ৩০ লক্ষাধিক টাকা ব্যয় বরাদ্দে কালী মন্দির স্থাপন করেন। প্রতি বছরের ন্যয় এ বছরও তিনি অন্য সহোদরদের সহযোগিতায় মহানাম সংকীর্তনের আয়োজন করেছেন বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)