ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সামিউল আলম সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার পল্লব কুমার সাহা এবং রানারআপ হয়েছেন ঢাকার মাসুদ হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় মর্নিং গ্লোরি চেস ক্লাব ঝিনাইদহ এর আয়োজনে ভেন্যু: আয়োজন কমিউনিটি হল (আহার রেস্টুরেন্ট) ঝিনাইদহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ ও ৭ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়া মর্ণিং গ্লোরী চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ রতন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কালীচরণ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পি এল সি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তারিক, সমাজসেবক ও ব্যবসায়ী সুব্রত বসু বাপ্পি।
ঢাকা সিলেটসহ সারা দেশের মোট ৭৪ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২০ জনের মধ্যে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।