নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উন্মে ছালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরা ইয়াসমিন, মহিলা অধিদপ্তরের মনোরঞ্জন মজুমদার প্রমুখ। পরে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।