Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে একরাতে ৬ গরু চুরি

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:২৫:২৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালেীগঞ্জে ১০ জানুয়ারি দিবাগত রাত দুইজন খামারীর ৬ টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী দুইজন খামারী হলেন উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের শেখ সাব্দার হোসেনের ছেলে আবু সায়েম এবং সাতগাছিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে খাইরুজ্জামান। গরু চুরির ঘটনায় দুজনই কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে পৃথক অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, খামারী খায়রুজ্জামান রাত তিনটার দিকে গরুর ডাকাডাকি শব্দে ঘুম ভাঙলে গোয়াল ঘরে যেয়ে দেখতে পান সেখানে থাকা ৪ টি গরুর মধ্যে ১ টি লাল রঙের গাভী গরু সাথে লাল রঙের ১ টি বাছুর এবং সাদাকালো রঙের ১ টি বড় বকনা বাছুর গোয়ালে নেই। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করেও গরু তিনটির সন্ধান তিনি আর পান না। অপর খামারী আবু সায়েম রাত এগারোটার দিকে নিজ গোয়াল ঘরে ১ টি লালচে রঙের গাভী গরু সাথে লাল রঙের ১টি বাছুর এবং সাদা রঙের বড় ১টি বকনা বাছুর বেঁধে রেখে ঘুমাতে যান। ভোররাতে ঘুম ভাঙলে গোয়াল ঘরে যেয়ে দেখেন একটি গরুও নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তার গরু তিনটার সন্ধানও মেলেনি। ভুক্তভোগী খামারী দুজনই মনে করছেন সঙ্গবদ্ধ গরুচোর চক্রের সদস্যরা তাদের গরু চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, গরু চুরির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠিয়েছি। চোর চক্রের সদস্যদের ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)