কেশবপুর প্রতিনিধি : কেশবপুর ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় ২০০ অসহায় দুস্থ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ও বিকালে সাতবাড়িয়া গ্রামে অসহায় দুস্থদের মাঝে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কেশবপুর ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর সিনিয়র অফিসার (পি এফ সি) আতিকুজ্জামান, সিনিয়র অফিসার জেড এম বাবুল আহমেদ, প্রভাষক মোঃ ওয়াজেদ আলী ও ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এফ ও বিকাশ বিশ্বাস প্রমুখ।